Filtra per genere

Nusrat The Story Teller

Nusrat The Story Teller

Nusrat's Travel Vlog

মন ভালো নেই মহাদেব সাহা

8 - পূর্নজন্ম
0:00 / 0:00
1x
  • 8 - পূর্নজন্ম

    যদি পুরনো জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে এ বোকা হয়ে যাওয়া - আমার ভালোবাসার জন্য - দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমিও হারে হারে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারা কতটা যন্ত্রনার। তুমিও টের পাও - কয়েকশো কথার উত্তরে - ছোট ছোট মেসেজ গুলো দেখতে কেমন বিশ্রী লাগে। সেজন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে - অবহেলার স্বাদ কেমন? ছোটখাটো দুঃখগুলো - কেমন ভয়ংকর মনে হয়? বিশ্বাস করি না বলতে বলতেও অন্ধের মতো বিশ্বাসের কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে? কারো সান্তনার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে - কেমন লাগে? তুমিও বুঝো তখন করে। চোখের পানি না বুঝে কথার পর কথা দিয়ে - অপমান-অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে? তুমিও জানো তখন করে। লেখনি : সংগৃহীত। কন্ঠে : Nusrat the storyteller

    Wed, 12 Apr 2023 - 01min
  • 7 - তুমি ডাক দিলে

    হেলাল হাফিজ

    Thu, 14 Jan 2021 - 01min
  • 6 - রাত

    শওকত মঞ্জুর শান্ত

    Mon, 09 Nov 2020 - 03min
  • 5 - ফেরীঅলা - হেলাল হাফিজ

    কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার ভুল নেতাদের জনসভার হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । দিনের কষ্ট রাতের কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট কষ্ট নেবে কষ্ট । আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

    Wed, 28 Oct 2020 - 02min
  • 4 - শূন্যতা - মুশফিক জামান

    শূন্যতা কি, তুমি না থাকায় নাকি পৃথিবী থেকে অসীমে হারিয়ে যাওয়া শূন্যতা কি, চারিদিকে আলোর মাঝে দেখতে না পাওয়া নাকি চোখের কোনে ছোট্ট একটু অশ্রু শূন্যতা কি, অনেক আনন্দের মাঝে তোমাকে খুঁজে বেড়ানো নাকি ঝিরিঝিরি বৃষ্টির পানিতে, চোখের পানি খুঁজে বেড়ানো শূন্যতা কি, গোধূলিলগ্নে সূর্যের অস্তমিত আলো নাকি অনেক বন্ধুর মাঝে শুধু তোমাকে খুঁজে বেড়ানো শূন্যতা কি, অনেক গল্পের মাঝে খানিক নীরবতা নাকি মাঝ আকাশে শুকতারার মত হঠাৎ হারিয়ে যাওয়া। শূন্যতা কি, ওই নীল আকাশে মেঘের ঘনঘটা নাকি বৃষ্টির মাঝে হঠাৎ আকাশ থেকে ছুটে আসা বজ্রপাতের আলোকচ্ছটা শূন্যতা কি, দিন শেষে বাড়ি ফেরার সময় মনের মাঝে শুধু তোমার হাসি খুঁজে বেড়ানো শূন্যতা কি, শীতের রাতে কুয়াশার ঝিরিঝিরি শব্দ নাকি গভীর রাতের ষোড়শী সে কাপন শূন্যতা কি, গহীন জঙ্গলে হারিয়ে যাওয়া নাকি তোমার ছোঁয়া খুঁজে পাওয়া শূন্যতা কি, অনেক হাসির মাঝে তোমার হাসি খুঁজে বেড়ানো নাকি তোমার ঠোঁটের কোণে তাকিয়ে থাকা আমার এই শূন্যতা কি তোমাকে বিষণ্ন করবে, হয়তোবা করবে, তুমি কি সেটা বুঝবে। বন্ধু তোমাকে অনেক ভালোবাসি তাই হয়তো শূন্যতা আমাকে গ্রাস করেছে, বুঝিয়ে গিয়েছে তুমি ছাড়া আসলে এসব শূন্য।

    Sat, 10 Oct 2020 - 03min
Mostra altri episodi